মামলা করে হুমকির মুখে বাড়িছাড়া চুয়াডাঙ্গা ডিহিকৃষ্ণপুরের ছাফিতন নেছা

 

স্টাফ রিপোর্টার: আদালতে মামলা করে বিবাদীদের হুমকি ধামকির মুখে বাড়ি ছেড়েছেন চুয়াডাঙ্গা ডিহিকৃষ্ণপুর গ্রামের ছাফিতন নেছা। প্রতিপক্ষের হামলার ভয়ে তারা বাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করে বেড়াচ্ছেন বলে ছাফিতন নেছা জানিয়েছেন। তিনি বলেন আদালতে বিচার চেয়ে মামলা করে বাড়িতে থাকতে পারছি না। আসামিরা আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।

অভিযোগসূত্রে জানা গেছে, ডিহিকৃষ্ণপুর গ্রামে মৃত খেদের আলীর মেয়ে ময়না খাতুনকে বছর দুয়েক আগে ঘরে বউ রেখে দ্বিতীয় বিয়ে করেন ডিঙ্গেদহের মৃত রহিম খন্দকারের ছেলে রবিউল। ওই সময় বিদেশে যাওয়ার কথা বলে ময়নার মা ছাফিতন নেছার কাছ থেকে প্রতারণা করে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে মালয়েশিয়া পাড়ি জমায়। এরপর ময়নার সাথে যোগযোগ বিচ্ছিন্ন করে আগের স্ত্রীর কাছে টাকা পয়সা পাঠাতে থাকে। রবিউলের আগের স্ত্রী ডিহিকৃষ্ণপুরের জাকিয়ার কাছে টাকা পয়সা ফেরত চান ময়না ও তার মা ছাফিতন। তারা টাকা পয়সা ফেরত না দিয়ে উল্টো হুমকিধামকি দিতে থাকে। বাধ্য হয়ে গত ২৬ জুন ছাফিতন নেছা বাদী হয়ে জাকিয়া এবং তার তিন ভাই জয়নাল, আবু তালেব ও জহিরুলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা আদালতে মামলা করেন। মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য আদেশ দেন আদালত। এরপর থেকেই ছফিতন নেছার পরিবারের ওপর হুমকি বেড়ে যায়। বৃদ্ধা ছাফিতন নেছা গতকাল মাথাভাঙ্গায় অভিযোগ করে বলেন, আমরা সপরিবারে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। মামলার বিবাদীরা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

Leave a comment