বাংলাদেশে ওয়ার্নের প্রিয় ব্যাটসম্যান আশরাফুল

 

মাথাভাঙ্গা মনিটর: সাকিব কিংবা তামিম নন, বাংলাদেশে আশরাফুলই প্রিয় ব্যাটসম্যান বলে জানালেন অস্ট্রেলিয়ান স্পিন কিংবদন্তী শেন ওয়ার্ন। সর্বকালের সেরা স্পিনারের সংক্ষিপ্ত তালিকায়ও থাকবেন শেন ওয়ার্ন। ক্রিকেট বিশ্বে তার নাম ‘কিং অব স্পিন’। অবসরের আগে তিনিই ছিলেন টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক। ১৯৯০ থেকে ২০০০ সালের শুরু পর্যন্ত উইকেটে রাজত্ব করা অস্ট্রেলিয়ান এ কিংবদন্তি প্রতিপক্ষের প্রতিটি টেস্ট খেলুড়ে দেশের সেরা ব্যাটসম্যানদের তালিকা করেছেন। সেই তালিকায় বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড বনাম পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ওয়ার্ন। আর সে সময় স্কাই স্পোর্টসের এক সাক্ষাতকারে তিনি শচীন, লারা, ক্যালিস ও সাঈদ আনোয়ারদের নাম তুলে ধরেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে লিটল মাস্টার খ্যাত শচীন টেন্ডুলকার তার প্রথম পছন্দ। যেখানে ইংল্যান্ডের রয়েছেন গ্রাহাম গুচ। দক্ষিণ আফ্রিকায় তার পছন্দের তালিকায় জ্যাক ক্যালিসের সাথে আছেন হ্যান্সি ক্রোনিয়ে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারাও জায়গা পেয়েছেন ওয়ার্নের তালিকায়। পাকিস্তান থেকে রয়েছেন সাঈদ আনোয়ার। প্রয়াত মার্টিন ক্রো রয়েছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে। শ্রীলঙ্কান অরবিন্দ ডি সিলভা ওয়ার্নের তালিকায় রয়েছেন। জিম্বাবুয়ের মধ্যে তিনি বেছে নেন ডেভিড হাটনকে। আর বাংলাদেশিদের মধ্যে কিংবদন্তি স্পিনারের সেরা পছন্দ আশরাফুল।