দামুড়হুদা-আলমডাঙ্গায় ফলদ বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন : বেশি করে গাছ লাগান, নিজে বাঁচুন দেশকে বাঁচান

 

স্টাফ রিপোর্টার: জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ এবং অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদা ও আলমডাঙ্গায় ফলদ বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করা হয়েছে। দামুড়হুদায় ৫ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসেনের সংসদ হাজি আলী আজগার টগর এমপি। আলমডাঙ্গায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় ৫ দিনব্যাপি ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগার টগর। গতকাল রোববার বেলা ১১টার দিকে ফিতে কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি  এ উপলক্ষে সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এক বর্ণাঢ্য ৱ্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ৱ্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম, দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভূট্টু, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার নূর জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, দামুড়হুদা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, উপজেলা যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ, হযরত আলী প্রমুখ। দিন বদলের বাংলাদেশ, ফলদ বৃক্ষে ভরবো দেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ ইউএনও হয়েছেন গাছ লাগিয়ে। আর জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশেষ ভূমিকা রেখে সারা বিশ্বে অভিনন্দিত হয়েছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আপনাদের যার যতোটুকু খালি জায়গা আছে তা ফেলে না রেখে গাছ লাগান। আগামী প্রজন্মকে সুস্থ জীবন ব্যবস্থার জন্য গাছের কোনো বিকল্প নেই। আমাদের বেঁচে থাকতে হলেও গাছের প্রয়োজন রয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়জার আলী পল্টু। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রধান সহকারী আমিরুল ইসলাম পলাশ।

আলমডাঙ্গা  ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষমেলার ও একই সাথে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলা কৃষি অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে আলমডাঙ্গা কৃষি অফিস চত্বরে এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন। তিনি বলেন, একটি গাছ যত্ন করে বড় করলে আপনাকে সন্তানের মতো সহায়তা করবে। মনে রাখবেন-  গাছ আমাদের অক্সিজেন দেয় এবং দুষিত কার্বন-ডাই অক্সাইড গ্রহণ করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ বিশেষ ভূমিকা রাখে। সুতরাং গাছের যত্ন নিন, প্রত্যেকেই একটি করে গাছ লাগান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালক একেএম মহি উদ্দীন, উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা। উপসহকারী কৃষি কর্মকর্তা আহসান- উল হক শাহীনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাপস কুমার রায়। বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, কৃষক আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, নুরুল ইসলাম, দারুস সালাম, আবু তাহের, কাউসার আহমেদ বাবলু, মাসুদ পারভেজ, আব্দুল হালিম মণ্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা আসাবুল হক, নজরুল ইসলাম, খালেদ সাইফুল্লাহ রাসেল প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Leave a comment