জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে মৎস্য আড়তে উদ্বুব্ধকরণ সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

 

মুজিবনগর প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে হাটবাজার-জনবহুল ও মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ে মৎস্যচাষ বিষয়ক উদ্বুব্ধকরণসভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। গতকাল রোববার সকালের দিকে কেদারগঞ্জ মৎস্য আড়তে সোনালী মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক শহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আহসান হাবিবসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও মৎস্যচাষিরা।

Leave a comment