জঙ্গি হামলার প্রতিবাদে ইবিতে র‌্যালি ও সমাবেশ

 

কুষ্টিয়া প্রতিনিধি: দেশব্যাপী জঙ্গি হামলার প্রতিবাদে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  ৱ্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় প্রশাসন ভবন চত্বর থেকে এ প্রতিবাদ ৱ্যালি বের করা হয়। বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা এ ৱ্যালিতে অংশগ্রহণ করেন। ৱ্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে সমবেত হয়।

সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহার সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ইবি বঙ্গবন্ধুর পরিষদের যুগ্ম-আহ্বায়ক প্রফেসর ড. মামুনুর রহমান, শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান মেডিকলে অফিসার নজরুল ইসলাম, উপ-রেজিস্ট্রার এটিএম এমদাদুল আলম, উপ-রেজিস্ট্রার নওয়াব আলী খান, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আসম সোয়াইব আহমেদ, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-আহ্বায়ক উপ-রেজিস্ট্রার শেখ জাকির হোসেন, সহকারী রেজিস্ট্রার আব্দুল হান্নান, সহকারী রেজিস্ট্রার ওহিদুল ইসলাম, ইবি জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি উকিল উদ্দিন ও সাধারণ কর্মচারী সমিতির সভাপতি আতিয়ার রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন প্রমুখ।

Leave a comment