গাংনীতে শ্রমিক নেতা মনির সংবাদ সম্মেলন

 

গাংনী প্রতিনিধি: তথ্যপ্রযুক্তি আইনে মামলা ও বাড়ির পাশ থেকে বোমাসাদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন মেহেরপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক মনিরুল ইসলাম মনি। গতকাল রোববার দুপুরে গাংনীস্থ বাড়িতে গাংনী কিছু শ্রমিক নেতাদের সাথে নিয়ে নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন তিনি। এতে পৌর মেয়র আশরাফুল ইসলামের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করা হয়েছে।

লিখিত বক্তব্যে মনি বলেন, গাংনী পৌর এলাকার বিভিন্ন সড়কে যানবাহন থামিয়ে মেয়রের লোকজন চাঁদা উত্তোলন করছে। এর প্রেক্ষিতে কয়েকদিন আগে তিনি গাংনী নিজ কার্যালয়ে একটি সভা করেন। এ কারণে মেয়র তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। মেয়রের লোকজন তার আইডি হ্যাক করে কিছু মেয়ের ছবি যুক্ত করে তার ওপরে দোষারোপ করে। মেয়রের সহধর্মিণী বাদী হয়ে শনিবার গাংনী থানায় মনির নামে একটি মামলা দায়ের করেন। এ বিষয় তিনি শনিবার রাতে মেহেরপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নে সভায় যোগদান করেন। এ সুযোগে কতিপয় লোক তার বাড়ির পাচিলের সাথে বোমাসাদৃশ্য বস্তু ও ইয়াবা ট্যাবলেট রেখে ডিবি পুলিশে খবর দেয়। ডিবি পুলিশের একটি দল সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। এর মধ্যনিয়ে মনিকে মিথ্যা মামলায় ফাঁসানের অপচেষ্টা করা হয়েছিলো। কিন্তু এই বোমাসাদৃশ্য বস্তু ও ইয়াবা ট্যাবলেট কারা রেখেছিলো তাদের খুঁজে বের করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক সাজা দাবি করেন মনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোটরশ্রমিক ইউনিয়ন গাংনী শাখার কার্যকরী সভাপতি নাসির উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আশা, সহসম্পাদক রাশেদ, শ্রমিক কল্যাণ সম্পাদক কামরুল ইসলাম, ইমারত নির্মাণ শ্রমিক সমিতির সভাপতি হাফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, মোটরশ্রমিক নেতা মিজান, গাংনী শাখার প্রচার সম্পাদক ওলিসহ শ্রমিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মনিরুল ইসলাম মনির নিজ নামীয় ফেসবুকে কিছু নারীর ছবি পোষ্ট করে মেয়র আশরাফুলকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য লেখার অভিযোগে শনিবার গাংনী থানায় তথ্য প্রযুক্তি আইনে মনির নামে মামলা দায়ের করেন মেয়রের সহধর্মিনী শাহানা ইসলাম শান্তনা।

Leave a comment