আলমডাঙ্গা ব্যুরো: পচা মাছ বিক্রয় ও ওজনে কম দেয়ার অপরাধে আলমডাঙ্গা মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত দু দোকানে জরিমানা করেছেন। গতকাল রোববার মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন ও ফরমালিন বিরোধী অভিযানে উপজেলা নির্বাহী অফিসার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা মাছ বাজারে আব্দুল মজিদ প্রোপাইটরের দুটি মাছের দোকানে পচা মাছ বিক্রয় ও ওজনে কম দেয়ার অপরাধে ৪ হাজার টাকা জরিমান আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলমডাঙ্গা মাছ বাজারের আব্দুল মজিদের ছেলে মাছ বিক্রেতা লেলিনকে ২ হাজার ও আরেক দোকানের মাছ বিক্রেতা কর্মচারী সোহেলকে ২ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা মৎস্য অফিসার মঈনুল ইসলাম ও আলমডাঙ্গা থানার এএসআই কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
অপর দিকে আলমডাঙ্গা বাজারে পাবলিক প্লেসে ধুমপান করার অপরাধে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বাজিতপুর গ্রামের আবেদ আলীর ছেলে রবিউলকে ভ্রাম্যমাণ আদালত ৩শ টাকা জরিমানা করেন।