যশোরে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির পরিদর্শক নিহত

 

স্টাফ রিপোর্টার: যশোর-ঝিনাইদহ মহাসড়কের শানতলায় গতকাল শনিবার যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১’র পরিদর্শক মাসুদুর রহমান (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহর কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের আবদুল মান্নানের পুত্র। মাসুদুর রহমানের সহকর্মী আসাদুজ্জামান জানান, কর্মস্থলে যোগ দেয়ার জন্য মাসুদুর রহমান গতকাল সকালে ঝিনাইদহের কালীগঞ্জের বাড়ি থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে তিনি সেনানিবাসের কাছে শানতলায় দুর্ঘটনার কবলে পড়েন। তিনি একটি বাস ও একটি ট্রাকের মাঝখানে চাপা পড়েন। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Leave a comment