সেপ্টেম্বরে পরীক্ষার জন্য প্রস্তত তাসকিন

 

স্টাফ রিপোর্টার: আগামী সেপ্টম্বরে বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য প্রস্তুত দেশের অন্যতম সেরা ফাস্ট বোলার তাসকিন আহমেদ। মাহবুব আলী জাকির তত্ত্বাবধানে ইনডোরে চলছে তাসকিনের পুনর্বাসন প্রক্রিয়া। ঈদের ছুটি থাকায় কিছুদিনের বিরতির পর আবার শুরু হয়েছে তাসকিনের বোলিং অ্যাকশন শুদ্ধ করে তোলার প্রক্রিয়া। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে আবারও ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ দলের এই ফাস্ট বোলার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই বিসিবির স্থানীয় কোচ মাহবুব আলী জাকির তত্ত্বাবধানে শুরু হয়েছিলো তার ফেরার লড়াই। গত কয়েক মাসে তাসকিনের সেশন হয়েছে মোট ৯টি। এর মধ্যে ছয়টি ছিলো ‘ড্রিল’, বাকি তিনটি ‘হিটিং’ সেশন। এই নয় সেশনে তাসকিনের উন্নতিতে সন্তুষ্ট মাহবুব বলেন, ওর উন্নতিতে আমি খুশি। এমনকি তাসকিন নিজেও খুশি। এখনো পর্যন্ত তার উন্নতি হয়েছে ৭০ শতাংশ। পরের সেশনগুলো কঠিন হতে থাকবে। পুনর্বাসন প্রক্রিয়ায় খুশি দেখালো তাসকিনকেও। তার আশা, ইংল্যান্ড সিরিজের আগেই দিতে পারবেন বোলিং অ্যাকশনের পরীক্ষা। তাসকিন বলেন, কঠোর পরিশ্রম করছি। আমি ব্যক্তিগতভাবে খুশি। অনেক উন্নতি হয়েছে। আশা করি, দ্রুতই পরীক্ষা দিতে যেতে পারবো। চেষ্টা করছি ইংল্যান্ড সিরিজের আগে পরীক্ষাটা দিতে, যাতে পরের আন্তর্জাতিক সিরিজ ও সব ধরনের ক্রিকেট খেলার অনুমতি পাই। নির্দিষ্ট তারিখ না বললেও তাসকিনের লক্ষ্য, সেপ্টেম্বরের শুরুর দিকেই পরীক্ষা দিতে নিজেকে তৈরি করা। একই টুর্নামেন্টে অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছিলো স্পিনার আরাফাত সানির। স্পিন কোচ রুয়ান কালপাগের তত্ত্বাবধানে চলছিলো তারও পুনর্বাসন। তবে কালপাগে এখন ছুটিতে আছেন। তবে নিজের কাজ করে যাচ্ছেন তাসকিন।

Leave a comment