নগত ২ লাখ টাকা ও মোটরসাইকেল দিয়েও পার পাইনি দরিদ্র পিতা
আলমডাঙ্গা ব্যুরো/আসমানখালী সংবাদদাতা: যৌতুকের বলি হলো আলমডাঙ্গার মোড়ভাঙ্গা গ্রামের যুবতী রুমা খাতুন। নগত ২ লাখ টাকা ও মোটরসাইকেল দিয়েও পার পাইনি রুমার পিতা। নতুন করে আবার যৌতুকের দাবিতে কয়েক দিন ধরে লাগাতার অত্যাচারের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের আড়াই ঝুলিয়ে রাখার অভিযোগ তুলে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের মোড়ভাঙ্গা গ্রামের জহুরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন প্রায় ২ বছর পূর্বে একই গ্রামের সেলিম রেজার মেয়ে রুমা খাতুনকে (২০) বিয়ে করে। বিয়ের সময় যৌতুক হিসেবে জামাইকে একটি মোটরসাইকেল প্রদান করা হয়। এর অব্যবহিত পরেই নতুন করে যৌতুকের দাবি তোলে লোভি প্রকৃতির সাদ্দাম হোসেন। বিভিন্ন সময়ে শ্বশুরের নিকট থেকে সে ২ লাখ টাকা যৌতুক আদায় করে। মেয়ের সুখের কথা ভেবে বাবা-মা কষ্টে ২ লাখ টাকা দিলেও সাদ্দামের মনে জ্বলতে থাকা লোভের আগুন নেভেনি মোটেও। এরই মধ্যে তাদের দাম্পত্যে এক সন্তানের জন্ম হয়। শিশুটির বয়স এখন প্রায় ৮/৯ মাস। এখন নতুন করে আবার যৌতুকের জন্য সাদ্দাম রুমাকে শারীরিক নির্যাতন শুরু করে।
প্রতিবেশীসূত্রে জানা গেছে, গত ৩ দিন পাষুণ্ড সাদ্দাম তার রুমাকে খেতে দেয়নি। গত বুধবার রাতে ঘরে ঢুকতে দেয়নি। শিশু সন্তানের কাছেও যেতে দেয়নি। সারারাত ঘরের বাইরে দাঁড় করে রেখেছিলো।
গ্রামের অনেকে জানিয়েছেন, সাদ্দামের শ্যামলী নামের এক বোন রয়েছে। গত প্রায় দেড় বছর পূর্বে তার স্বামী তাকে তালাক দেয়। শ্যামলী খাতুনই সব সময় নানা কথা লাগিয়ে রুমার প্রতি সাদ্দামের মন বিষিয়ে তুলতো। তাদের দাম্পত্য কলহের মূলে তাদের বোন শ্যামলী বলেও অনেকে অভিযোগ তুলেছেন।
রুমার পিতা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার নিকট সংবাদ পাঠানো হয় রুমা ঘরের আড়াই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তিনি দাবি করেছেন- বেশ কিছুদিন ধরে সাদ্দাম নতুন করে যৌতুকের দাবি করে রুমাকে খুব মারধর করা শুরু করে। কিন্তু তিনি নতুন করে আর টাকা জোগাড় করে দিতে পারেননি। সে জন্যই সাদ্দাম তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘরের আড়াই ঝুলিয়ে রেখেছিলো।
পুলিশ জানিয়েছে, মৃত রুমার দু গালে চড় মারার স্পষ্ট দাগ রয়েছে। এ ব্যাপারে রুমার পিতা বাদী হয়ে ৪ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে গতকাল দুপুরে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে পুলিশ কাউকে আটক করতে পারেনি। সাদ্দামসহ সকলেই পলাতক রয়েছে।