বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

 

কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা

স্টাফ রিপোর্টার: ‘কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য ৱ্যালি বের হয়ে কোর্ট রোড প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনাসভায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, পুলিশ সুপার রশীদুল হাসান, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও সিভিল সার্জন ডা. মুহা. ছিদ্দিকুর রহমান। সহকারী কমিশনার মুসফিকুল আলম হালিমের সঞ্চালনায় আলোচনাসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মারুফুল আলম, জেলা ব্র্যাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক মুসতাক আহমেদ, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. বেলাল উদ্দিনসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের পরিবার পরিকল্পনার পরিদর্শিকা ও মাঠকর্মীবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য ডা. শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন স্বর্ণ কিশোরী আনিকা আনজুম প্রমা।

আলোচনাসভায় জনসংখ্যা বৃদ্ধির হার রোধ এবং জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করেন অতিথিবৃন্দ। পরে পরিবার পরিকল্পনা কার্যক্রমে অবদান রাখার জন্য জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের পরিবার কল্যাণ সহকারী, পরিদর্শিকাসহ জনপ্রতিনিধিকে পুরস্কার প্রদান করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নে পরিবার পরিকল্পনা কার্যক্রমে এবং জীবননগর উপজেলার উথলী জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজকে এবং অবদান রাখায় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে বর্ণাঢ্য ৱ্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। ৱ্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক আশাদুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মুমিনুল ইসলাম, মেরী স্টোপের ডা. রওশন আল মামুন, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে আতিকুর রহমান, পরিবার কল্যাণ পরিদর্শক হিসেবে বাছিরণ নেছা, সহকারী পরিবার কল্যাণ পরিদর্শক হিসেবে সাবিনা খাতুন এবং শ্রেষ্ঠ এনজিও হিসেবে দর্শনার সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক আশাদুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান। সার্বিক সহযোগিতায় ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক আতিকুর রহমান।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল হলরুমে ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রফিকুল ইসলাম, উপজেলা ইন্সট্রাক্টর হাবিবুর রহমান ও জাতীয় তরুণ সংঘের ম্যানেজার আশাদুল হক। এফপিআই সাজেদুর রহমানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. মাহমুদা খাতুন।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে এ উপলক্ষে শহরে বর্ণাঢ্য ৱ্যালি ও জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক পরিমল সিংহের নেতৃত্বে একটি বণার্ঢ্য রালী শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত। ৱ্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সাইফুল ইসলাম, সাবেক উপ-পরিচালক ডা. এমএ বাশার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইস্তেয়াক ইউনুচ, ডা. রোমেনা খাতুন, জেলা উন্নয়ন ফোরামের প্রেসিডেন্ট রফিক-উল আলম, জেনারেল সেক্রেটারি আতাউর রহমান, সাংবাদিক রশিদ হাসান খান আলো, সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ। পরে সেখানে পরিবার পরিকল্পনা বিভাগের শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মাঝে মানপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গাংনীতে দিবসটি পালনে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহম্মেদের নেতৃত্বে একটি ৱ্যালি শুরু হয়। ৱ্যালিটি প্রধান সড়ক ঘুরে উপজেলা মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।উপজেলা মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। বক্তব্য রাখেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মোশারফ, পরিবার পরিকল্পনা সহকারী আজাদ হোসেন ও পরিবার পরিকল্পনা পরিদর্শক ইশরাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ৱ্যালি শেষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিনের নেতৃত্বে ৱ্যালিটি পরিবার পরিকল্পনা বিভাগ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিবার পরিকল্পনা বিভাগ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এমসিএইচএফপি ডা. রফিকুল আলমের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন ডা. ফকরুল হাসান. বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন। বক্তব্য রাখেন পরিদর্শক কায়েম উদ্দীন, আলফাজ হোসেন প্রমুখ। সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগের উপজেলার শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

Leave a comment