তুরস্কে দ্বিতীয় সামরিক অভ্যুত্থানের শঙ্কা : জরুরি অবস্থা ঘোষণা
মাখাভাঙ্গা মনিটর: দ্বিতীয় সামরিক অভ্যুত্থানের আশঙ্কা রয়েছে তুরস্ক জুড়ে। আর সে কারণেই দেশটিতে ৩ মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রেসিপ তাইয়েপ এরদোগান। বিবিসি তার প্রতিবেদনে এরদোগানকে উদ্বৃত্ত করে এ কথা জানায়। জরুরি অবস্থা ঘোষণার সময় এরদোগান আঙ্কারায় প্রেসিডেন্টের বাসভবন থেকে বলেন, তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমাদের নাক না গলানো উচিত হবে না। এ সময় তিনি আবারো বলেন, সেনাবাহিনীর অভ্যন্তরে থাকা সকল ভাইরাস দূর করা হবে। এরই মধ্যে তুরস্ক সেনাবাহিনী থেকে ১০ হাজার সৈন্যকে বরখাস্ত ও এর অধিকাংশদের গ্রেফতার করা হয়েছে। বিচারক ও সরকারি কর্মকর্তা মিলিয়ে আরো প্রায় ৩৫ হাজার জনকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশেষত শিক্ষা খাত থেকে ১৫ হাজার জনকে বরখাস্ত করার পর বর্তমানে বন্ধ রয়েছে ৬০০টির বেশি স্কুল। এরদোগান নিজেও বর্তমানে ইস্তাম্বুলের বাহিরে যাচ্ছেন না। ধারণা করা হচ্ছে আরো একটি সামরিক অভ্যুত্থানের সম্ভাবনার কথা জানতে পেরেই এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ভূমধ্যসাগরে অভিবাসী নৌকা থেকে ২২ মৃতদেহ উদ্ধার
মাখাভাঙ্গা মনিটর: ভূমধ্যসাগরে একটি অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকা থেকে ২২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্স বলেছে, লিবিয়ার উপকূল থেকে উদ্ধার করা এই নৌকার তেল ও পানিতে নিমজ্জিত অবস্থায় ছিল মৃতদেহগুলো। নিহত ২২ জনের মধ্যে ২১ জন নারী ও একজন পুরুষ। জীবিত উদ্ধার করা ২০০ জনের মধ্যে ৫০ জন শিশু রয়েছে। এমএসএফ এর কর্মকর্তা বলেন, এটা পরিষ্কার নয় আসলে কী হয়েছিল। কিন্তু তাদের খুব যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছে। মনে হচ্ছে জ্বালানি ও পানি মিশে যে ফেনা তৈরি হয়েছিল সেটা তাদের চেতনা হারানোর জন্য যথেষ্ট ছিলো। নিহতদের বেশিরভাগ পশ্চিম আফ্রিকার।
চীনে ভারি বর্ষণে মৃত, নিখোঁজ ১০০
মাখাভাঙ্গা মনিটর: চীনে ভয়াবহ বন্যায় সোমবার থেকে বুধবার পর্যন্ত কমপক্ষে ১০০ জনের মৃত্যু অথবা নিখোঁজ হয়েছে। দেশটির মন্ত্রণালয় জানিয়েছে এ কথা জানিয়েছে। প্রচণ্ড বৃষ্টিতে রাজধানী বেইজিংসহ অনেক এলাকায় হাজার হাজার মানুষকে বাড়ি ত্যাগ করে যেতে হয়েছে। ক্রমাগত বৃষ্টির কারণে বেইজিংয়ের শত শত ফ্লাইট ও ট্রেন বাতিল করা হয়েছে। চীনে বছরের প্রথম ৬ মাসে প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ৫৭৬ জন মৃত্যু হয়েছে অথবা নিখোঁজ হয়েছে।
পাঁচজনকে হত্যার কথা স্বীকার মিয়ানমারের সামরিক বাহিনীর
মাখাভাঙ্গা মনিটর: মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ কবলিত শান রাজ্যে জিজ্ঞাসাবাদের সময় সেনাদের হাতে একটি গ্রামের ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। বুধবার মিয়ানমারের অন্যতম শীর্ষ কর্মকর্তা সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মিয়া তুন ও এ কথা জানিয়েছেন। মিয়ানমারের প্রভাবশালী সামরিক বাহিনীর পক্ষ থেকে এ ধরনের ঘটনার কথা স্বীকার একটি বিরল ঘটনা। তারা ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২৫ জুন সেনারা মং ইয়াও-র একটি প্রত্যন্ত গ্রাম থেকে বহু সংখ্যক পুরুষ মানুষকে জড়ো করে, পরে এদের মধ্য থেকে ৫ জনকে নিয়ে যায়। কয়েকদিন পর একটি অগভীর কবরে ওই ৫ জনের লাশ পাওয়া যায়।