মাথাভাঙ্গা মনিটর: ইনজামাম-উল-হক এর নেতৃত্বে গঠিত পাকিস্তানের জাতীয় দল নির্বাচক কমিটি আপাতত ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ও উমর আকমলকে বিবেচনা করছেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। ৩০ জনের সম্ভাব্য তালিকায় এ দুজনের নাম নেই বলে সূত্রমতে জানা গেছে। নির্বাচকদের ঘনিষ্ঠ এক সূত্রমতে জানা গেছে শেহজাদ ও উমরকে আগেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে বাদ দেয়া হয়েছিলো। তবে ধারনা করা হয়েছিলো ওয়ানডে কিংবা টি-২০-তে হয়তো তারা দলে ফিরতে পারেন। সূত্রটি জানিয়েছে নির্বাচকরা চাচ্ছেন টি-টোয়েন্টিতে নতুন ও প্রতিভাবান খেলোয়াড়দের বেশি সুযোগ করে দিতে। এ কারণেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের জন্য অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিককে বিশ্রামে রাখা হয়েছে। গত বছর সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করার পরে মালিক নিজেই ঘোষণা দিয়েছিলেন নিজেকে শুধুমাত্র ওয়ানডে ও টি২০তে সীমিত রাখতে চান। ইতোমধ্যেই ইংল্যান্ড লায়ন্স ও শ্রীলঙ্কা-এ দলের বিপক্ষে পাকিস্তান-এ দলের ত্রিদেশীয় সিরিজের পারফরমেন্স দেখতে ইংল্যান্ডে রয়েছেন ইনজামাম। সূত্রটি নিশ্চিত করেছে নির্বাচকরা আসন্ন ওয়ানডে ও টি-২০ সিরিজকে সামনে রেখে ৩০ জনের যে সম্ভাব্য তালিকা করেছে তাতে শেহজাদ ও উমরের নাম নেই। বেশিরভাগই তরুণদের প্রাধান্য দেয়া হয়েছে। সূত্রমতে ইংল্যান্ডে ‘এ’ দলের হয়ে বেশ কিছু তরুণের পারফরমেন্সে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন ইনজামাম। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরমেন্সের পরপরই নির্বাচক কমিটির দায়িত্ব নেবার পর থেকেই ইনজামাম ঘোষণা দিয়েছিলেন ‘এ’ দলে তিনি তরুণদের দেখতে চান। শেহজাদ বর্তমানে গোঁড়ালির ইনজুরিতে ভুগছেন, আর উমর আকমল সিপিএল নিয়ে ব্যস্ত রয়েছেন। যদিও দুজনেই আশা করেছিলেন ইংল্যান্ড সফরে তাদের বিবেচনা করা হবে।