দেশের টুকরো খবর

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

স্টাফ রিপোর্টার: ঢাকা-চট্টগ্রাম মেন পাওয়ার গ্রিডের সক্ষমতাবৃদ্ধিসহ ৮ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। খবর বাসসের এসব প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৮৬৮ কোটি ৩ লাখ টাকা। ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ২৬ কোটি ৭২ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা হিসেবে প্রকল্প সাহায্য পাওয়া যাবে ৪ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকা। এছাড়া সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৩৯ কোটি ৬৩ লাখ টাকা ব্যয় করা হবে।

রাজশাহীতে সেজান জুস ফ্যাক্টরির ৪০০ মণ পঁচা আম ধ্বংস

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ‘সেজান জুস ফ্যাক্টরির ৪০০ মণ পঁচা আম ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোদাগাড়ী উপজেলার চব্বিশনগরে সেজান জুসের ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে ওইসব পঁচা আম দিয়ে জুস তৈরির অভিযোগে ফ্যাক্টরি কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে অত্যন্ত নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত ২০০ মণ আধাপাকা ও পঁচা আম কিনে ৪টি ট্রলিতে করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাধুরমোড় এলাকায় ওই ট্রলি ৪টি আটক করে পুলিশ। এরপর বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। পরে ইউএনওর নির্দেশে আমগুলো উপজেলার সাহাব্দিপুর এলাকায় নিয়ে গিয়ে ধ্বংস করা হয়।

আগস্টে ১ কোটি ৭৭ লাখ ডলার ফেরতের আশা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ১ কোটি ৭৭ লাখ ডলার ফেরত পাওয়া যাবে বলে আশা করছেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ। আগস্টে এই টাকা বাংলাদেশে ফেরত আসতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। ফিলিপাইনের মাকাতি সিটিতে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান। এ অর্থ সিনেট শুনানির মাধ্যমে ক্যাসিনো ব্যবসায়ী কিম ওংয়ের কাছ থেকে পাওয়া গিয়েছিলো বলেও জানান তিনি। রাষ্ট্রদূত বলেন, বিচার বিভাগ, অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল বাংলাদেশকে এ অর্থ দ্রুত ফেরত দিতে কাজ করছে। আমি আশা করছি, আগামী মাসের মধ্যে নিশ্চিতভাবে এই পরিমাণ অর্থ ফেরত পাওয়া যাবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হ্যাকিংয়ের মাধ্যমে সরিয়ে নেয় সাইবার অপরাধীরা। এই অর্থ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের জুপিটার শাখার কয়েকটি হিসাব থেকে চলে যায় দেশটির ক্যাসিনোতে।

দেশের মসজিদগুলোকে ফের বায়তুল মুকাররমের খুতবা অনুসরণ করতে বলছে ইফা

স্টাফ রিপোর্টার: আজ শুক্রবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদে জুমায় যে খুতবা পাঠ করা হবে তা অনুকরণ ও অনুসরণে ফের অনুরোধ জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজাম উদ্দিন কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আজ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২২ জুলাই শুক্রবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পঠিতব্য জুমার খুতবা এতদ্সাথে সংযুক্ত করা হলো। সংযুক্ত খুতবাটি বাংলাদেশের সকল মসজিদের শ্রদ্বেয় খতীব সাহেবগণ অনুকরণ/অনুসরণ করতে পারেন।

Leave a comment