জীবননগরে মৎস্য বিভাগের অভিযানে কারেন্ট জাল উদ্ধার

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা মৎস্য অধিদফতর অভিযান চালিয়ে ৯ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে শিয়ালমারী পশুহাটে অভিযান পরিচালনা করা হয়। আটককৃত জাল মোবাইল কোর্টে বিনষ্ট করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য অধিদফতর জীবননগর উপজেলায় কারেন্ট জাল উদ্ধারে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে। গতকাল বিকেলে শিয়ালমারী পশুহাট থেকে বিক্রির জন্য আনা ৯ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে আটককৃত জাল মোবাইল কোর্টে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল হাফিজের নির্দেশে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আটককৃত জালের আনুমানিক মুল্য ৫০ হাজার টাকা বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক আব্দুল কাদের, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মনিরুজ্জামান ।