স্টাফ রিপোর্টার: বৈরি আবহাওয়ার কারণে মেলার পূর্ণতা না পাওয়ায় সুস্থ বিনোদন থেকে এলাকাবাসী বঞ্চিত হওয়ায় চুয়াডাঙ্গার ঐহিত্যবাহী গড়াইটুপি মেলার সময় বাড়াতে মেলার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী চুয়াডাঙ্গা জেলা প্রসাশক সায়মা ইউনুসের নিকট গণস্বাক্ষরিত স্মারকলিপি পেশ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় ৩ শতাধিক ব্যক্তির স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের বাসভবনে তার হাতে তুলে দেন এলাকাবাসী। এ সময় স্মারকলিপি গ্রহণ শেষে জেলা প্রসাশক বলেন, সুস্থ বিনোদন সরকারি স্বার্থরক্ষা ও দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনা করে মেলার মেয়াদ বৃদ্ধি করা যায় কি-না সেটি ভাবা হবে। তাই মেলার অনুমোদিত সময়টুকু পর্যবেক্ষণে রাখা হয়েছে। অনুমোদিত সময় শেষ হলে সকল বিষয় বিবেচনা করে মেলার মেয়াদ বৃদ্ধি করা যায় কি-না ভাবা হবে। স্মারকলিপি পেশ কালে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন মেলার ইজারাদার শুকুর আলী, চুয়াডাঙ্গা সদর থানা যুবলীগের যুগ্মআহ্বায়ক নিলুয়ার রহমান, আ.লীগ নেতা হায়দার মল্লিক, যুবলীগ নেতা শ্রী বসন্ত কুমার, শফিকুল ইসলাম, আজাদ, সবুর, সরোয়ার, আশাদুল, মিলন প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছর চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ঐহিত্যবাহী গড়াইটুপি মেলার ১৬ শতক জমি ইজারা দিয়ে সরকার আয়কর ভ্যাটসহ প্রায় ৪৮ লাখ টাকা রাজস্ব আয় করে। গত ১৫ থেকে ২৪ জুলাই ১০ দিনের মেলার উদ্ধোধন করেন জেলা প্রসাশক সায়মা ইউনুস।