কুষ্টিয়ায় জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি: ‘৭১’র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এ স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার আমলা, সদরপুর ও মালিহাদ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ আয়োজনে এ জঙ্গি ও সন্ত্রাস বিরোধী প্রতিবাদ ও প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আমলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ফুরকানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার প্রলয় চিসিম।

এ সময় তিনি বলেন, যারা এ বাংলাদেশে জঙ্গিবাদ সৃষ্টি করে দেশের মানুষের শান্তি নষ্ট করছে তাদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না। তাদের কঠোর হস্তে দমন করা হবে। দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাস দুর করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে সকলে একসাথে রুখে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। তিনি বলেন, মিরপুর উপজেলাসহ বৃহত্তর কুষ্টিয়ায় জয় বাংলার স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুর রহমান, মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন, ওসি তদন্ত আক্তারুজ্জামান, আমলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আনসারী বিপ্লব, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জোয়ার্দ্দার, আমলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুম, সদরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রাহাত আলী, মালিহাদ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রমজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, মোহাম্মদ আলী, হাফিজুর রহমান, আমলা ইউপি সদস্য সিদ্দিক আলী, হাসমত আলী, আমলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান হিরা, কোষাধ্যক্ষ নাজমুল হাসান, সদরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জামিল উদ্দিন উকিল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সদস্য আব্দুল হাকিম ডালিম, নূর উদ্দিন মিলন, বীর মুক্তিযোদ্ধা আফছার আলী, বলাই চন্দ্র বিশ্বাস, দৌলতপুর উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন আমলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আশকর আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার নজরুল ইসলাম।