জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে র‌্যালি আলোচনাসভা অনুষ্ঠিত

জল আছে যেখানে, মাছ চাষ সেখানে

স্টাফ রিপোর্টার: ‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ দেশের বিভিন্নস্থানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য ৱ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

পরে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা ফজলুল হকের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, সহকারী কমিশনার (ভূমি) মারুফুল আলম, সহকারী কমিশনার আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, জেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন নেছা, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা আতাউর রহমানসহ সদর উপজেলার ভান্ডারদহ বাওড়, দামুড়হুদা উপজেলার মরাগাং, মারুফদহ, উজলপুর ও বেনিপুর বাওড়ের মাছ চাষিরা।

এ সময় উপস্থিত সফল মৎস্য চাষিরা তাদের সাফল্যের কথা বলেন। আলোচনাসভায় অতিথিবৃন্দ উপস্থিত সকলকে মাছ চাষে উদ্বুদ্ধ করেন। পরে পুলিশ পার্ক সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে ৫০ কেজি রুই, কাঁতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।

 

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ’১৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, নাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালাম, আইলহাঁস ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মঈনুল ইসলাম। উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সাত্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক মৎস্য কর্মকর্তা মীর আব্দুল হামিদ চৌধুরী, মৎস্য চাষি পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, মৎস্য চাষি সিরাজ মালিথা, এমদাদুল হক মিলন, শাকিল আহমেদ, দেশ সেবা সংস্থ্যার নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, এ উপলক্ষে সকাল সাড়ে ৯টার দিকে বর্নাঢ্য ৱ্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ৱ্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা কর্মকর্তা আইয়ুব আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান, রায়সা বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী, মরগাংনী বিল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আবু তালেব প্রমুখ। জল আছে যেখানে মাছ চাষ সেখানে এই স্লোগানকে সামনে রেখে মৎস্য সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কর্মকর্তা আইয়ুব আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ ও হাদিবুল হাসান।

জীবননগর ব্যুরো জানিয়েছে, এ উপলক্ষে বর্ণাঢ্য ৱ্যালি, আলোচনাসভা ও উন্মুক্ত জলাশয়ে মৎস্য অবমুক্ত করা হয়। উপজেলা প্রশানর ও মৎস্য সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে শহরে বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালি শেষে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনাসভায় প্রদান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। ইউএনও নূরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, মৎস্য অফিসার ফরহাদুর রেজা ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু। উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার আব্দুল কাদেরের পরিচালনায় আলোচনাসভায় এছাড়াও বক্তব্য রাখেন বেনীপুর বাওড়ের সভাপতি আব্দুর রব ও মারূফদাহ বাওড়ের সভাপতি রফিকুল ইসলাম। শেষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত উন্মুক্ত পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ/১৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য ৱ্যালি ও আলোচনাসভা করেছে জেলা মৎস্য অধিদফতর ও জেলা প্রশাসন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসক পরিমল সিংহ-এর নেতৃত্বে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য ৱ্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মেছবা-হুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ আশকার আলী প্রমুখ। জেলার মৎস্য চাষিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ৱ্যালি ও আলোচনাসভায় অংশগ্রহণ করেন।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, সকাল উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে একটি ৱ্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহম্মেদর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, সংগঠক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ, শহীদ স্মৃতি পাঠাগারে সহসভাপতি ইয়াছিন রেজা ও সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক। উপস্থিত ছিলেন এ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষিবৃন্দ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগরে ৱ্যালি শেষে আলোচনা ও মৎস্য সপ্তাহ উদ্ভোধনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন নেতৃত্বে ৱ্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে এক আলোচনাসভা  অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হেমায়েত উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য অফিসার মীর মো. শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জারজিস হোসাইন, কৃষি অফিসার মুহা. মোফাকখারুল ইসলাম, সমাজসেবা অফিসার তৈফিকুর রহমান। শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।