মহেশপুরে এক শিশুকে নির্যাতনের অভিযোগে একজন আটক

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার সামন্তা চারাতলা পাড়ার এক শিশুকে (৯) নির্যাতনের অভিযোগে আলী হোসেন (৪০) নামের একজনকে আটক করেছে। মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়।

এলাকাবাসী ও থানাসূত্রে জানা গেছে, উপজেলার সামন্তা চারাতলা পাড়ার ওই শিশুর বাবা বিদেশে থাকায় তার মা ও ওই শিশু সামন্তা জীবননগর পাড়া নানাবাড়ি থাকতো। বাড়ির পাশে দূর সম্পর্কের আইনাল হকের ছেলে আলী হোসেন ফুঁসলিয়ে তাকে বাড়িতে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে কামড়ে নির্যাতন করলে ওই শিশুর মা তাছলিমা বেগম মহেশপুর থানায় লিখিত অভিযোগ দেয়। ওই অভিযোগের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশ রাতে ওই নানা সুবাদের আলী হোসেনকে আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।

Leave a comment