জীবননগর আন্দুলবাড়িয়া মিশুকমালিক সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন

 

সভাপতি সাইফুল ইসলাম সম্পাদক আনারুল ইসলাম

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: সকল জল্পনা-কল্পনার অবসান শেষে উৎসব মূখর পরিবেশে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া মিশুক মালিক সমিতির বার্ষিক নির্বাচন ২০১৬ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার আন্দুলবাড়িয়া বাজারস্থ মিশুক সমিতির নিজ কার্যালয়ে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ সম্পন্ন হয়। এ নির্বাচনে সভাপতি পদে সাইফুল ইসলাম ট্রাক মার্কা প্রতীক নিয়ে সর্বোচ্চ ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আমিনুর ইসলাম বাস মার্কা প্রতীক নিয়ে ১৪ ভোট পেয়ে পরাজিত হয়েছে। সহ-সভাপতি পদে হারুন আনারস প্রতীক নিয়ে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী লিটন ফুটবল মার্কা প্রতিক নিয়ে ১৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আনারুল ইসলাম মাইক্রো প্রতীক নিয়ে ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী শেখ মাহামুদুর রহমান রিন্টু মিশুক প্রতীক নিয়ে ১১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহসম্পাদক পদে এলাহী বক্স বিনা পতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে আতর আলী মোরগ প্রতীক নিয়ে ১৮ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী কাজী রাসেল রিকশা প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন। লইন সেক্রেটারি পদে সোহেল রানা সিলিং ফ্যান প্রতীক নিয়ে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সবুর টিউবয়েল প্রতীক নিয়ে ৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহলাইন সেক্রেটারি পদে শিমুল হোসেন চেয়ার প্রতীক নিয়ে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সম্রাট ছাতা মার্কা নিয়ে ১৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এ নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রথামিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম ও রমজান আলী। ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনারে দায়িত্ব পালন করেন মিশুক মালিক সাজ্জাত হোসেন ও তরিকুল ইসলাম। নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ও আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো। নিরাপত্তার দায়িত্ব পালন করেন গ্রাম পুলিশ নূর বক্স ও তার সঙ্গীরা।

Leave a comment