ইয়াসিরকে সামলাতে সাকলাইন মুশতাকের সাহায্য চাইলো ইংল্যান্ড

মাথাভাঙ্গা মনিটর: সিরিজের প্রথম ম্যাচে লর্ডসে পাকিস্তানের কাছে পরাজয়টাকে গুরুত্বসহকারে নিয়েছে ইংল্যান্ড এবং লেগ স্পিনার ইয়াসির শাহকে মোকাবেলায় ‘দুসরা’ আবিষ্কারক সাবেক পাকিস্তানি অফস্পিনার সাকলাইন মুশতাকের শরণাপন্ন হয়েছে ইংল্যান্ড। প্রথম টেস্টে দু ইনিংসে ১০ উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হন শাহ। এমন নৈপুণ্যে অনেক রেকর্ডই ভঙ্গ করেছেন তিনি। তবে ইংল্যান্ড দলের সাথে সংক্ষিপ্ত সময়ে অফস্পিনার মঈন আলী ও লেগ স্পিনার আদিল রশিদকে কৌশলগত ও মানসিকভাবেও সাহায্য করবেন সাকলাইন। পাকিস্তানি অধিনায়ক মিসবাহর বিপক্ষে বোলিং করতে ভয় লেগেছে- গণমাধ্যমে এমন কথা বলার পর ইংল্যান্ড দলে নিজের জায়গা নিয়েই শঙ্কিত মঈন। গত শুক্রবার শুরু হওয়া দ্বিতীয় টেস্ট শেষ হওয়া পর্যন্ত ইংল্যান্ড দলের সাথে থাকবেন সাকলাইন এবং এ সময় সফল হলে আসন্ন বাংলাদেশ ও ভারত সফরের জন্যও তার সাথে চুক্তি করতে পারে ইংলিশ ক্রিকেট বোর্ড।