জীবননগরে বাউল সাধুর আখড়ায় হামলার ঘটনায় আরো ৩ শিবিরকর্মী গ্রেফতার

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার একতারপুর গ্রামে লালন অনুসারী বাউল আস্তানায় দুর্বৃত্তদের হামলার ঘটনায় আরও ৩ শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে বাউল আস্তনার পার্শ্ববর্তী সেনেরহুদা ও উথলী গ্রামে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার সেনেরহুদা গ্রামের নেপাল মণ্ডলের ছেলে শিবিরকর্মী মো. কলিমোদ্দিন (৩৯), আনাম  আলীর ছেলে শফি (২৬) ও উথলী গ্রামের নাগর আলীর ছেলে ইলিয়াস হোসেন (২৫)। হামলার ঘটনায় পুলিশ এ পর্যন্ত মোট ৪ জনকে গ্রেফতার করেছে। হামলাকালে নিখোঁজ ভক্ত ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের নূর বক্স মণ্ডলের এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।

জীবননগর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, ৩ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, উপজেলার একতারপুর গ্রামে লালন অনুসারী মুকুল হোসেনের বাউল আস্তানায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা হামলা চালিয়ে দুই মহিলাসহ ৩ জন ভক্তকে গুরুতর জখম করে।

Leave a comment