আলমডাঙ্গার বেলগাছি ইউপির বিজয়ী চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মামলা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যবহৃত-অব্যবহৃত ব্যালট পেপার, মুড়ি বই, ঘোষিত ফলাফলের যাবতীয় কাগজপত্র গতকাল মঙ্গলবার আদালতের নির্দেশে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিস থেকে নিয়ে যাওয়া হয়েছে। বিজয়ী চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টুর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী এসএম গোলাম সরোয়ার নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নিয়োগকৃত ম্যাসেঞ্জার খন্দকার গোলাম আবেদ ওই সকল ডক্যুমেন্ট নিয়ে যান।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী আমিরুল ইসলাম মন্টুর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তোলেন পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসএম গোলাম সরোয়ার। এ অভিযোগ তুলে তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। পরে দায়েরকৃত ওই মামলায় আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও নির্বাচন কর্মকর্তাকে আসামি করে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ওই মামলার বাদীর আবেদনের প্রেক্ষিতে চুয়াডাঙ্গা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক খাইরুল ইসলাম ১৪ জুলাই আদেশ প্রদান করেন। এ নির্দেশ মোতাবেক গতকাল আদালতের নিয়োগকৃত ম্যাসেঞ্জার খন্দকার গোলাম আবেদ আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনের যাবতীয় ডক্যুমেন্ট নিয়ে যান।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল আলমডাঙ্গার বেলগাছি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।