আলমডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরধরে কলাগাছ কেটে দেয়ার অভিযোগ

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ডাউকি মাঠে পূর্ব শত্রুতার জেরধরে ১ বিঘা জমির কলাগাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে পাচলিয়া গ্রামের সারজন ও শাহিন সহোদরের বিরুদ্ধে। গত রোববার ১৭ জুলাই বিকেলে ও সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, উপজেলার আসাননগর গ্রামের মৃত খেদ আলীর ছেলে লাল্টু ডাউকি মাঠে এক বিঘা জমিতে কলাগাছ লাগিয়েছেন। একই উপজেলার পাচলিয়া গ্রামের ওমর আলীর ছেলে সারজন ও জাফর, খলিলের ছেলে শাহিন ও শামীম পূর্ব শত্রুতার জের ধরে লাল্টুর কলাগাছ কেটে দেয়। এ বিষয়ে লাল্টু ৪ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এসআই শ্যামল সঙ্গীয় ফোর্স নিয়ে  অভিযান চালিয়ে সারজন ও জাফরকে আটক করে।