কুষ্টিয়ায় দুদকের মামলায় এলজিইডির হিসাবরক্ষক গ্রেফতার

 

কুষ্টিয়া প্রতিনিধি: অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় সদ্য এলপিআর এ যাওয়া কুষ্টিয়া এলজিইডির হিসাবরক্ষক শেখ শাফায়েত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে শহরের ১১৭/১ রামচন্দ্র রায় চৌধুরী সড়কের কোর্টপাড়াস্থ নিজ বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে কুষ্টিয়ার বিশেষ জজ শামসুল আরেফিনের আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে কুষ্টিয়া এলজিইডিতে কর্মরত থাকা অবস্থায় ১৭ লাখ ৫২ হাজার ৭০২ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক বাবু রবীন্দ্রনাথ দাশ জানান, টাকা আত্মসাতের অভিযোগ এনে কুষ্টিয়া এলজিইডির তৎকালীন নির্বাহী প্রকৌশলী নুর মহম্মদ বাদী হয়ে ১৯৯৮ সালের ২০ অক্টোবর কুষ্টিয়া মডেল থানায় শেখ শাফায়েত হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়।

মামলার কার্যক্রম শুরু হলে আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পুনঃতদন্তের জন্য কুষ্টিয়া দুদকের কর্মকর্তাকে নির্দেশ দেন। তদন্ত শেষে সম্প্রতি কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক বাবু রবীন্দ্রনাথ দাশ আদালতে প্রতিবেদন দাখিল করেন। মাস তিনেক আগে আসামি শেখ সাফায়েত হোসেন চাকরি থেকে এলপিআর এ যান।