শ্রীরামপুরে স্কুলছাত্রীকে উত্তাক্তকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ করায় হুমকি-ধামকি

 

আলমডাঙ্গা ব্যুরো: মা-মেয়েকে পিটিয়ে সাধ মেটেনি আলমডাঙ্গার শ্রীরামপুরের উত্যক্তকারী  শাকিল নামের এক বখাটের। এ বিষয়ে থানায় এজাহার দায়ের হওয়ার ঘটনায় নতুন করে নির্যাতিত পরিবারকে নানা হুমকি ধামকি দেয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ঝন্টুর মেয়ে সীমা খাতুন জগন্নাথপুর-শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। একই গ্রামের শাহাদত মণ্ডলের বখাটে ছেলে শাকিল (২০) প্রায় তাকে স্কুল যাওয়া-আসার পথে উত্যক্ত করে থাকে। গত শুক্রবার দুপুরে বখাটে শাকিল সীমাকে তাদের বাড়ির সামনে গিয়ে উত্যক্ত শুরু করলে সীমা প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে শাকিল সীমাকে মারধর করে। সীমার চিৎকারে শুনে তার মা ছুটে গেলে তাকেও মারধর করে বখে যাওয়া শাকিল। এ ঘটনায় সীমার মা রওশন আরা বাদী হয়ে ওইদিনই আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের ঘটনায় বখাটে শাকিল নির্যাতিত পরিবারকে নানা হুমকি ধামকি দিচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গ্রামের অপেক্ষাকৃত প্রভাবশালী শাকিলের কিছু উস্কানিদাতার নাম উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে- ওই সব উস্কানিদাতাদের সরাসরি ইন্ধনে শাকিল এত বেশি দুঃসাহস দেখাচ্ছে। এ ব্যাপারে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী পরিবার।