দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নির্বাচন হতে আর কোনো বাধা নেই

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদার হাউলী ইউনিয়নের পর পারকৃষ্ণপুর-মদনা ইউপির নির্বাচন হতে আর কোনো বাধা নেই। গতকাল রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নির্বাচন বিষয়ে শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন। মামলার আইনজীবী হেমায়েতউল্লাহ বেল্টু গতকাল রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, তিনি জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে আদেশের কপি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। এর আগে গত ১৬ মে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নির্বাচন-২০১৬’র কার্যক্রম হাইকোর্ট ৩ মাসের জন্য স্থগিতাদেশ প্রদান করে।

হাউলী ইউনিয়নের বিভাজনের দাবিতে রিটটি দায়ের করেন দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়ার মৃত খোদা বক্সের ছেলে ইউনুস আলী। পরবর্তীতে হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামের চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ লিভ টু আপিল দায়ের করলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশটি স্থগিত করেন। একইদিনে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রামের আব্দুর রহমানের ছেলে শহিদুল ইসলাম ওয়ার্ড বিভাজনের দাবিতে রিট দাখিল করেন। পরবর্তীতে আব্দুর রহমান নামে এক মেম্বার প্রার্থী লিভ টু আপিল দায়ের করলে সুপ্রিম কোর্টে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান দামুড়হুদা উপজেলা শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহাকে হাউলী ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের রিটানিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। পরবর্তীতে মনোনয়নপত্র গ্রহণ, বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়। গত ২৮ মে ওই দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। হাউলী ইউনিয়ন পরিষদে মোহাম্মদ আলী শাহ মিন্টু ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে এসএএম জাকারিয়া আলম চেয়ারম্যান হিসেবে দায়িত্বে পালন করছেন।