দামুড়হুদার নাটুদহে শিক্ষক লাঞ্চনার ঘটনায় ৩ পুলিশ সদস্য ক্লোজড

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা:  দামুড়হুদার নাটুদহে পুলিশের হাতে এক শিক্ষক লাঞ্ছিত ঘটনায় ৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়। জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদী আলমসহ বেশকয়েকজন শিক্ষক আটকবর মোড়ে বসেছিলো। এ সময় নাটুদা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সার্জেন্ট নুরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটিদল সাদা পোশাকে যানবাহন ধরে অর্থবানিজ্য করছিলো। এরই প্রতিবাদ করতে গেলে পুলিশ লাঞ্ছিত করে শিক্ষক আসাদী আলমকে। বিষয়টি জানাজানি হলে শিক্ষক মহলের ভেতরে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়। লাঞ্ছিত এ ঘটনায় শিক্ষকরা গত শুক্রবার বিকেলে প্রতিবাদ সমাবেশ করেন। সর্বশেষ গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে  দামুড়হুদা উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য চুয়াডাঙ্গা পুলিশ সুপার বরাবর স্বারকলিপি পেশ করা হয়। স্বারকলিপিতে বলা হয়েছে নাটুদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সার্জেন্ট নুরুজ্জামান, পুলিশ সদস্য শাহরিয়ার আলম ও দেলোয়ার হোসেনকে প্রত্যাহারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পুলিশ সুপার ঘটনা তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে সার্জেন্ট নুরুজ্জামান, পুলিশ সদস্য শাহরিয়ার আলম ও দেলোয়ার হোসেনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।