স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা ও দামুড়হুদায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। অনুষ্ঠানে দু উপজেলায় সন্ত্রাস ও উগ্র জঙ্গিবাদ প্রতিরোধে নাগরিক কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি আজাদুল ইসলাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে বিশ্বের দরবারে মাথাউঁচু করে দাঁড়িয়েছে। খ্যাদে স্বয়ংসম্পূন্নতা অর্জনের মধ্যদিয়ে বাংলাদেশ বর্তমানে একটি মধ্যম আয়ের দেশে পরিনত হতে চলেছে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশের উন্নয়ন জামায়াত-বিএনপি সহ্য করতে পারছে না। তারা সুকৌশলে একের পর এক জঙ্গি হামলা চালিয়ে এদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্ত তাদের সে আশা কখনও সফল হবে না। মুক্তিযুদ্ধের পক্ষের সকল সংগঠন এবং জনগণকে সাথে নিয়েই তাদের সকল জঙ্গি কর্মকাণ্ডকে প্রতিহত করা হবে।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস ও উগ্র জঙ্গিবাদ প্রতিরোধে ১৪ দলসহ সকল পেশা জীবিদের সমন্বয়ে নাগরিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার দলীয় কার্যালয়ে সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল ইসলাম বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, আব্দুর রশীদ মোল্লা, খোস্তার জামিল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল হান্নান, আসাদুজ্জামান বিশ্বাস লিটু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল ইসলাম মালিক, তথ্য ও গবেষণা সম্পাদক ও নবনির্বাচিত ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাউছার আহমেদ বাবলু, জেলা জাসদের সভাপতি এম, সবেদ আলী, আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুর রহমান জোয়ার্দ্দার সুলতান, জেলা ওয়ার্কসপাটির সভাপতি আনোয়ার হোসেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মূসা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার মোল্লা, মুক্তিযোদ্ধা শেখ নূর মোহাম্মদ জকু প্রমুখ। সভায় ১৪ দলের নেত্রীবৃন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে সন্ত্রাস ও উগ্র জঙ্গিবাদ প্রতিরোধে নাগরিক কমিটির উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুকে সভাপতি ও ইয়াকুব আলী মাস্টারকে সদস্য সচিব করে ১১০ সদস্য বিশিষ্ট সন্ত্রাস ও উগ্র জঙ্গিবাদ প্রতিরোধে নাগরিক কমিটি গঠন করা হয়।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, গতকাল রোববার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে দামুড়হুদা উপজেলা ১৪ দলীয় জোট ও মুক্তিযুদ্ধের পক্ষের সকল সংগঠনের উদ্যোগে ওই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ১৪ দলীয় জোটের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস, শামসুজ্জোহা, খুস্তার জামিল, যুগ্মসম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম টোটন, মুন্সি আলমগীর হান্নান, সাংগঠনিক সম্পাদক জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার নূরুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, জেলা জাসদের সভাপতি আকসিজুল ইসলাম রতন, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি সিরাজুল ইসলাম শেখ। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুল্লাহ বাহার, রবিউল হোসেন, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, আজিজুল হক আজিজ, দামুড়হুদা উপজেলা জাসদের সভাপতি জাহাঙ্গীর আলম লুলু, ওর্য়াকাস পার্টির সভাপতি মাসুম আলী খাঁন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সভাপতি রফিকুল ইসলাম, সেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল করিম প্রমুখ।
আলোচনা শেষে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুকে সভাপতি এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজুকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।