মোড়ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি দিতে টাকা আদায়

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার মোড়ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তি প্রদান বাবদ ৫০ টাকা করে নেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া উপবৃত্তির জন্য ছবি তোলা বাবদও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলেছেন অভিভাবকরা।

জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উর্মি খানম বিদ্যালয়ের প্রায় ৪শ শিক্ষার্থীর নিকট থেকে উপবৃত্তি দেয়া বাবদ গত ১৩ ও ১৪ জুলাই ৫০ টাকা করে আদায় করেন বলে বলে অভিভাবকেরা অভিযোগ তুলেছেন। এছাড়া ঈদের পূর্বে উপবৃত্তির জন্য ছবি তোলা বাবদও অতিরিক্ত অর্থ নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। ৪র্থ শ্রেণির শিক্ষার্থী চমকের পিতা মোড়ভাঙ্গা গ্রামের অভিভাবক মনিরুজ্জামান, ১ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতির পিতা মিজানুর রহমান, একই শ্রেণির তানভিরের পিতা বাবলুসহ অনেকেই অভিযোগ তুলে জানিয়েছেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সহসভাপতি আব্দুস সালাম ওই টাকা নেয়ার সাথে জড়িত। কেন কোমলমতি শিক্ষার্থীদের নিকট থেকে অবৈধভাবে টাকা তুলেছেন এমন প্রশ্নের উত্তরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উর্মি খানম বলেছেন- অতিরিক্ত বিদ্যুত বিল ও ল্যাট্রিন পরিস্কারের জন্য ওই টাকা নেয়া হয়েছে।

Leave a comment