মাথাভাঙ্গা মনিটর: আসন্ন টেস্ট সিরিজে রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র ও তাকে খেলাটা ওয়েস্ট ইন্ডিজের জন্য কঠিন হবে বলে মনে করেন ভারতের বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। সিরিজে ক্যারিবীয়দের কঠিন পরীক্ষায় পড়তে হবে বলে মনে করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দ্বিতীয় দিনের খেলার শেষে আসন্ন সিরিজ নিয়ে কথা বলেন জাদেজা। তিনি বলেন, অশ্বিন, মিশ্র ও আমাকে খেলাটা ওয়েস্ট ইন্ডিজের জন্য বেশ কঠিন হবে। দু দিনের প্রথম ম্যাচটি ড্র হলেও, তিনদিনের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় দিন শেষে চালকের আসনেই রয়েছে ভারত। ১৫৮ রানে এগিয়ে রয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশকে ১৮০ রানেই অলআউট করে দেয় টিম ইন্ডিয়ার বোলাররা। এ ইনিংসে অশ্বিন ও জাদেজা ৩টি করে উইকেট নেন। এছাড়া মিশ্র নেন ২ উইকেট। অনুশীলন ম্যাচের মতো টেস্ট সিরিজেও এমন পারফরমেন্স ধরে রাখতে চান জাদেজা। এ পারফরমেন্স বজায় থাকলে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের জন্য তা কঠিন হবে বলে মনে করেন জাদেজা, ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের ভালো পরীক্ষায় ফেলবো আমি, অশ্বিন ও মিশ্র। আমাদের তিনজনের বোলিং স্টাইল যেমন আলাদা ঠিক তেমনি গতিও আলাদা। একজন অফ-স্পিনার, আরেকজন লেগ-স্পিনার ও অন্যজন বাঁ-হাতি। এক সাথে তিন ধরনের স্পিনারকে খেলাটা ব্যাটসম্যানদের জন্য কঠিন হবে।
আগামী ২১ জুলাই থেকে শুরু হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। এবারের সফরে চারটি টেস্ট খেলবে দুই দল।