দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ফেনসিডিল পাচারের সময় সীমা (২১) নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ। সে দর্শনা আকুন্দবাড়িয়া আবাসন প্রকল্পের ঠাণ্ডুর মেয়ে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার এসআই সুব্রত ও এএসআই সহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করেন। এ সময় তার কাছে থাকা চটের ব্যাগের মধ্য থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই সুব্রত বাদী হয়ে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। তাকে গতকাল দুপুরে আদালতে সোপর্দ করে পুলিশ।