মাথাভাঙ্গা মনিটর: তুরস্কে সামরিক অভ্যুত্থানের মধ্যে থাকা বার্সেলোনার সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা সবাই নিরাপদে আছে বলে জানিয়েছে বার্সেলোনা। গতকাল শনিবার রাতে স্যামুয়েল ইতো আয়োজিত একটি প্রীতি ম্যাচে অংশ নিতে তুরস্কে ছিলেন আরদা তুরান, কার্লোস পুয়োল, ডেকো, এরিক আবিদাল ও স্যামুয়েল ইতো। এছাড়াও ছিলেন ক্লাবের নির্বাহী কর্মকর্তা আলেহান্দো এখভেরিয়া। লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তারও এ ইভেন্টে অংশ নেয়ার কথা ছিলো, কিন্তু তারা তুরস্ক সফরে যাননি।
তুরস্কে অভ্যুত্থান চেষ্টার কারণে আরো অনেকের এ সফর বাতিল হয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে। এ ম্যাচে অংশ নেয়ার কথা ছিলো জাভি, ফ্যাবিও কাপেলো, দিয়েগো ম্যারাডোনা, হোসে মরিনহো, পিয়েরে এমেরিক অবামায়েং, করিম বেনজেমা, দিদিয়ের দ্রগবাসহ আরো নামকরা অনেক তারকার।