ঝিনাইদহে কর্মশালা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভায় হানিফ : জঙ্গি রক্ষায় বিএনপিকে মাঠে নামতে দেয়া হবে না

 

ঝিনাইদহ প্রতিনিধি: সন্ত্রাসী-জঙ্গি রক্ষার জন্য কাউকে মাঠে নামতে দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, বিএনপি সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করার নামে মাঠে নামতে চায়। কিন্তু তাদের এ কর্মসূচিকে সর্মথন দেয়ার প্রশ্নই আসে না। কারণ বিএনপি ও জামায়াত সন্ত্রাসী লালন করছে। ঝিনাইদহে এক কর্মশালা শেষে শনিবার দুপুর ২টার দিকে স্থানীয় সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি ও জামায়াত সন্ত্রাসী লালন করছে। তারা আন্তরিক হলে সন্ত্রাসী ও জঙ্গিদের তালিকা দিয়ে সরকারকে সহযোগিতা করতে পারে। আওয়ামী লীগের এ মুখপাত্র আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় ঐক্যের কথা বলেছেন। এ ব্যাপারে সবাই নিজ নিজ অবস্থানে থেকে সরকারকে সহযোগিতা করতে পারেন। তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী-জঙ্গিদের রক্ষার জন্য মাঠে নামতে চায়। কারণ দলটি সন্ত্রাসী ও জঙ্গি লালন-পালন করে থাকে। এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, জঙ্গিবাদ দমন নিয়ে সরকারের কৌশলের বিষয়ে গণমাধ্যমে সব তথ্য দেয়া হবে না। এর আগে শনিবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। আওয়ামী লীগ যুগ্মসাধারণ সম্পাদক বলেন, কথিত ইসলামিক স্টেট-আইএসের সাথে বিএনপি-জামায়াত নেতারা হাত মিলিয়েছেন। ইহুদিবাদের চক্রান্তে দেশে জঙ্গি হামলা হচ্ছে। ইসলামকে নিয়ে বিশ্বের অন্য সব দেশের মত বাংলাদেশে চক্রান্ত করা হচ্ছে। মাহবুব-উল-হানিফ প্রশ্ন তুলে বলেন, আইএস এর পেছনে করা? পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ হত্যার পর আইএস এর পক্ষে দায় স্বীকার করে সাইট ইন্টিলিজেন্ট। গুলশানে হলি আর্টিজানে নৃশংস, নিষ্ঠুর ও বর্বর হামলার পর আইএস দায় স্বীকার করলো। ঝিনাইদহে পুরোহিত ও সেবায়েত হত্যার পরও দায় স্বীকার করা হলো। এখন প্রশ্ন এই সাইট ইন্টিলিজেন্ট চালায় কে। তিনি বলেন একজন ইহুদি নারী যিনি ইসলাম ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত সেই রিটা কাটস আইএস এর হয়ে দায় স্বীকর করেন। কর্মশালায় জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালকুদারের সভাপতিত্বে কর্মশালায় আওয়ামী লীগ নেতা আবদুল হাই এমপি, আনারুল আজীম এমপি, তাহজীব আলম সিদ্দিকী এমপি, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ ড. রেজাউল করিম , হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্রসহ অনেকে বক্তব্য রাখেন। কর্মশালা শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, গতাকাল শনিবার বিকেলে কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা সামসুল হক। সভায় বিভিন্ন মসজিদের ইমাম, হাফেজ ও মাদরাসার শিক্ষকবৃন্দ, সাংবাদিক, রাজননৈতিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a comment