অস্ত্র ও গুলিসহ শিবির নেতা মিলন আটক

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ও দুর্বৃত্তদের মধ্যে গুলি বিনিময় ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র, গুলি, তাজা বোমা, হাসুয়া ও তরোবারীসহ মিলন হোসেন (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে এ ঘটনাটি ঘটে।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান, উপজেলার নিয়ামতপুর স্কুল  বিল্ডিংয়ে সীমানার মধ্যে ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত অস্ত্র, গুলি বোমা নিয়ে জড়ো হয়ে গোপন বৈঠক করছিলো। এমন খরব পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য  করে ২টি বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা ৪ রাউন্ড গুলি বর্ষণ করে। এ সময় মহিবুল ইসলাম নামের এক কনস্টেবল আহত হয়। উভয় পক্ষের মধ্যে গুলি ও বোমা বিস্ফোরণে পর অন্যান্য দুর্বৃত্তরা পালিয়ে গেলেও পাশ্ববর্তী হরিগোবিন্দপুর গ্রামের আরিফ হোসেনের ছেলে মিলন হোসেনকে পুলিশ আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি তাজা বোমা, ১টি দেশি তৈরি শর্টগান, ১ রাউন্ড গুলি, ১টি হাসুয়া ও একটি তরবারী উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।