চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ ও জেলা লেখক সংঘের সাহিত্য আসর অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পদধ্বনি ও জেলা লেখক সংঘের সাহিত্য আসর প্রতিধ্বনি গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে পদধ্বনি আসরের সভাপতিত্ব করেন ছড়াকার আনছার আলী। অমিতাভ মীরের সঞ্চালনায় তিনিসহ আসরে স্বরচিত লেখা পাঠ করেন মুরশীদ, সুমন চৌধুরী, হাবিবি জহির রায়হান, গোলাম কবীর মুকুল, শাহিদা খাতুন, শিরোনাম মেহেদী, খালেকুজ্জামান, নাসিম আহমেদ, মেহরীন তামান্না প্রমুখ। অন্যান্যের মধ্যে পঠিত লেখার ওপর আলোচনা করেন- কাজল মাহমুদ ও রিচার্ড রহমান। একই দিন বিকেলে চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের পাক্ষিক সাহিত্য আসর প্রতিধ্বনি চুয়াডাঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। লেখক সংঘের সহসভাপতি ওমর আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রতিদিনের নতুনখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক আসাদুজ্জামান আসাদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জজ কোর্টের সিনিয়র আইনজীবী বজলুর রহমান, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের প্রভাষক তুহিন আহমেদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহতাবউদ্দিন ও জেলা লেখক সংঘের যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ। জেলা লেখক সংঘের সাধারণ সম্পাদক কবি ময়নুল হাসানের প্রাণবন্ত উপস্থাপনায় কবি সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কবিতাটি আবৃত্তি করে শোনান সংঘের অর্থ সম্পাদক মুরশিদ আলম। অন্যান্যের মধ্যে স্বরচিত লেখা পাঠ করেন ছড়াকার চিত্তরঞ্জন সাহা চিতু, আ.ফ.ম সিরাজ সামজী, আব্দুল আলিম, ইদ্রিস মণ্ডল, সামসাদ রানু, শামীমা আক্তার, দিলরুবা খুকু, নূরজাহান খাতুন, কাজী সাথী বেগম, বিপু চৌধুরী, হাবিবুর রহমান, আশিকুজ্জামান আসাদ, মতিয়ার রহমান, ডাক্তার কামরুজ্জামান, খন্দ. শাহিদুজ্জামান খোকন, প্রান্ত সজিব, রবিউল বাউল, হোসেন মোশারফ প্রমুখ।