মেহেরপুর চাঁদবিল মাঠে মাঠ দিবস অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্পের (আপি) আওতায় মেহেরপুরে মুখি কচুতে গুটি ইউরিয়া প্রয়োগ প্রযুক্তি প্রদর্শনী প্লটের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় মেহেরপুর শহরের উপকণ্ঠ চাঁদবিল মাঠে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

চাঁদবিল গ্রামের বয়োবৃদ্ধ আজের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মমতাজ পারভীন, ডিপ্লোমা কৃষিবিদ এসএম আবু সালে, আইএফডিসির এরিয়া কর্মকর্তা মীর আব্দুল মান্নান, ফিল্ড মনিটরিং অফিসার মিজানুর রহমান ও জহুরুল হক। উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষক জুল্লুর রহমান।

Leave a comment