জঙ্গি তৎপরতা বন্ধ ও বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদেশি নাগরিক ও ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

পুলিশ সুপার মো. রশীদুল হাসানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ও সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) মো. ইয়াছিন বক্তব্য রাখেন। এ সময় চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক, আলমডাঙ্গা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর,  ডিআইও-১ পরিদর্শক মো. নাজমুল হুদা, জেলা গোয়েন্দা শাখার  ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম কামরুজ্জামান খান,  ট্রাফিক বিভাগের সার্জেন্ট খায়রুল হকসহ পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জরা অংশ নেন।

পুলিশ সুপার মো. রশীদুল হাসান  সভায় বলেন, ‘জঙ্গি তৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরণের উদ্যোগ ও দিক নির্দেশনা দেয়া হয়েছে। জেলায় কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা, মসজিদ, মন্দির,গীর্জা, প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় নেতাদের  নিরাপত্তায় বিশেষ নজরদারী বাড়ানো হয়েছে। জুম্মার নামাজে খুতবায় সরকারি নির্দেশনা অনুযায়ী জঙ্গিবিরোধী বক্তব্য নিয়মিত দেয়া হচ্ছে কি-না, সে বিষয়ে খেয়াল রাখতে পুলিশ সদস্যদেরকে নির্দেশ দেয়া হয়েছে। হাইস্কুল, কলেজ, মেস ও ছাত্রাবাসগুলো নজরদারীতে রাখা হয়েছে। রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চলাচল ও একটি মোটরসাইকেলে তিনজন করে চড়ার বিষয়ে কড়াকড়ি আরোপ অব্যাহত রাখা হবে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্নস্থানে তল্লাশী অব্যাহত থাকবে। সরকারি-বেসরকারি স্থাপনা ও জনসমাবেশের প্রতি বিশেষ নজরদারীতে রয়েছে।

সভায়  ভালো কাজের জন্য নয়জন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। পেশাদারিত্ব, কাজের মান ও পরিমাণ বিবেচনায় তাঁদেরকে পুরষ্কার হিসেবে অর্থসহ একটি জি এস মার্ক প্রদান করা হয়। পুরষ্কারপ্রাপ্তরা হলেন, সদর ফাঁড়ির এসআই ওহিদুল ইসলাম, হিজলগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম, আলমডাঙ্গা থানার এসআই বিএম আফজাল ও শাখাওয়াত হোসেন , দর্শনা তদন্ত  কেন্দ্রের এসআই শফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা সদর থানার এএসআই শাহ আলম, দামুড়হুদা মডেল থানার এএসআই মেজবাউর রহমান, জীবননগর থানার এএসআই আশরাফুল ইসলাম ও  সদর ট্রাফিকের টিএসআই আবিদ হোসেন।

Leave a comment