চুয়াডাঙ্গায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খামারিদের মাঝে বিভিন্ন প্যাকেজের উপকরণ বিতরণ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয় শীর্ষক প্রকল্পের আওতায় বিভন্ন প্যাকেজে নির্বাচিত খামরিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দফতরে সদর উপজেলার নির্বাচিত ৮জন খামরির মাঝে বিনামূল্যে এ উপকরণ বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ দফতরের বাস্তবায়নে উপকরণ পাওয়া খামরীদের মাঝে গরু হৃষ্ট পুষ্ট করণে ২ জন, দুগ্ধ খামারি ১ জন, বাছুর পালনে ১ জন, ভেড়া পালনে ১ জন ও দেশি মুরগী পালনে ১ জন খামারি। প্রটিন উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি নিশ্চিত করণে এ প্রকল্পে ম্যাধ্যমে খামরিদের মাঝে বিনামূলে উপকরণ বিতরণ করে খামরীদের পশু পালণে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানা গেছে। উপকরণ বিতরণের আগে জেলা প্রাণিসম্পদ দফতরের ট্রেনিং রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। তিনি বলেন খামারি দীর্ঘ দিন ধরে বিভিন্ন ধরণের প্রাণী পালন করে আমাদের প্রটিন, পুষ্টিসহ মানবদেহের উপকারে আসে এমন উপদান পূরণ করে আসছে। তাই সরকার দীর্ঘ দিন পরে হলেও খামরীদের মাঝে বিভিন্ন উপকরণ দিয়েছে। আমার বিশ্বাস নির্বাচিত খামরীদের উপকরণ দেয়া দেখে তাদের পাশাপশি অন্য খামরীরা যেমন উৎসাহ পাবে তেমনি বেকার যুবকরা হতশা থেকে বের হয়ে এসে পশু পালনে উদ্বুদ্ধ হবে। দেখাদেখি  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামানের সভাপতিত্বে রিসোর্স পারসন ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি ছাগল উন্নয়ন খামরের ম্যানেজার আরমান আলী ও সরকারি মুরগী খামারের ম্যানেজার এবিএম ছালাউদ্দীন। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সার্বিক তত্ববধানে ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম হায়দার।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণিসম্পদ উন্নায়ন প্রকল্পের আওতায় খামারিদের মাঝে বিভিন্ন প্যাকেজের উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজি খালেদুর রহমান অরুন, কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, ভেটেরিনারী সার্জন ডা. আব্দুল্লাহিল কাফি, মৎস্য অফিসার মঈনুল ইসলাম ও সমাজসেবা অফিসার আবু তালেব, মৎস্য সম্প্রসারণ অফিসার আব্দুস সাত্তার। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহম শামীমুজ্জামানের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আইটি সহকারী প্রোগ্রামার আরিফুল ইসলাম, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুর রাজ্জাক, বিফ ফ্যাটেরিং খামারী রানা উদ্দিন, লুৎফর রহমান, গাভী খামারি আমিরুল ইসলাম, বাছুর খামারি বজ গোপাল ঘোষ, দেশি মুরগী খামারি শাবানা, সালমা, শিল্পি প্রমুখ। অনুষ্ঠানে শেষে গরু খামারিদের গো-খাদ্যসহ বিভিন্ন উপকরণ প্রদান করেন ও মুরগী খামারিদের দেশি মুরগী, একটি করে মুরগী ঘর ও মুরগীর খাদ্য প্রদান করেন।

জীবননগর ব্যুরো জানিয়েছে, প্রাণিসম্পদ অধিদফতরাধীন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জীবননগর উপজেলার নির্বাচিত সুফলভোগীদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ অফিসে সুবিধাভোগীদের হাতে বিনামূল্যের উপকরণ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আবু মো. আবদুল লতিফ অমল।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির। ভিএফএ ফয়েজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলার সুফলভোগীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর আব্দুল ওহাব ও কামরুজ্জামান। শেষে উপজেলার ৮জন সুভলভোগীদের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আবু মো. আবদুল লতিফ অমল ২ লাখ ৩৫ হাজার ৫শ টাকার উপকরণ তুলে দেন।

 

 

 

Leave a comment