জুয়া ও ভ্যারাইটির রমরমা থাকছে না শুনে স্থানীয়দের সন্তোষ প্রকাশ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার গড়াইটুপি অম্রবুচি মেলার এবার তা থৈ অবস্থা। যে মেলা প্রতি বছর ৭ আষাঢ় শুরু হওয়ার কথা, সে মেলা পবিত্র রোমজানের কারণে ঈদের পর হওয়ার কথা থাকলেও পুলিশের গ্রিণ সিগন্যাল না থাকায় গত কয়েকদিন ধরে যেন তেনভাবেই চলছে। নাগরদোলার চাকা ঘুরলেও যাত্রা সার্কাসের কাশায় পড়েনি কাঠির বাড়ি। বাজেনি বাঁশি। যদিও গতকাল পর্যন্ত আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। গতকাল বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন হওয়ার কথা ছিলো। হয়নি। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ উদ্বোধন হতে পারে।
স্থানীয় একাধীকসূত্র এরকমই তথ্য দিয়ে বলেছে, জানি না এবার মেলা ক’দিন চালানো যাবে। জুয়া? এবারও মেলার মাঠে নানা নামের জুয়ার জন্য কমপক্ষে ২৫টি স্থান নির্ধারণ করে রাখা হয়েছে। এসবের মধ্যে রয়েছে, ফড়গুটি, টিকটিকি, ওয়ানটেন, চরকা, ৱ্যাফেল ড্র, ইত্যাদি।
সূত্র বলেছে, জুয়া এবার চলতে দেবে না পুলিশ প্রশাসন। তাছাড়া দেশে জঙ্গি হামলার কারণে মেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পারা না পারার বিষয়টি ভাবিয়ে তুলেছে পুলিশকে। তাছাড়া রাজনৈতিক আভ্যন্তরিণ ঠাণ্ডালড়াইয়ের একটি বিষয় আছে বলেও জোর গুঞ্জন রয়েছে।
গড়াইটুপির অম্রবুচি মেলার মূল আকর্ষণ কাঠের আসবাবপত্র। মেলার মাঠ জুড়ে ফার্নিসার নিয়ে বসে দোকানিরা। এবার তেমনটি নেই বললেই চলে। ঈদের পর মেলা শুরু হবে শুনে অনেকেই দূর দূরান্ত থেকে মালামাল নিয়ে হাজির হন। মেলার আয়োজনে এবার হযবরল অবস্থা দেখে তাদের কেউ কেউ ফিরে গেছেন। আর যারা রয়েছেন তাদের অনেকেরই গতকাল দাবা বা তাসের আসর জমিয়ে অলস সময় কাটাতে দেখা গেছে। মিস্টির দোকান কয়েকটি বসলেও তাদের মুখে হাতাশার ছাপ।
এলাকাবাসীর অভিমত, প্রতিবছর মেলার মাঠে হরেক রকমের জুয়ার আয়োজন হয়। জুয়ার কারণে বহু পরিবার সর্বশান্ত হয়। অসংখ্য সংসারে জ্বলে আশান্তির আগুন। হানাহানিতেও জড়িয়ে পড়েন কেউ কেউ। ভ্যারাইটির মেয়েদের বিকিকিনি পরা নাচ দেখে বিপথগামীও হয় অনেকে। এবার মেলায় জুয়ার ঘর করলেও জুয়া আর ভ্যারাইটি হবে না শুনে সচেতন মহল খুশি।
স্থানীয়রা বিষয়টি জানার পর সন্তোষ প্রকাশ করে বলেছেন, যদি জুয়া হয় তা হলে স্থানীয়রাও প্রতিরোধ গড়ে তুলবে।
উল্লেখ্য, এবার গড়াইটুপির মেলা ইজারা নেয়া হয়েছে চড়ামূল্যে। ৪০ লাখ টাকার ডাক আর ভ্যাট দিয়ে তা প্রায় অর্ধকোটি টাকা। মেলার যে দশা এবার! তা উঠবে তো? কেউ কেউ বললেন জুয়া ওয়ানটেনের সুযোগ পেলে ওয়ান নাইটেই নব্বই লাখ হাতিয়ে নেবে। সেই সুযোগের অপেক্ষায় প্রহর গুণছে কেউ কেউ।
সূত্র বলেছে, অর্থের বিনিময়ে সেই সুযোগ কেনার চেষ্টাতেও কমতি নেই। বাকিটা এখন দেখার অপেক্ষা।