কুষ্টিয়ায় উল্টো রথযাত্রার মধ্যদিয়ে উৎসব শেষ হচ্ছে

 

কুষ্টিয়া প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৯ দিনের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব গতকাল বৃহস্পতিবার উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার এ উৎসব। এ উপলক্ষে শহরের এনএস রোড জুড়ে বসেছে মেলা। গত ৬ জুলাই সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব শুরু হয়। প্রতি বছর আষাঢ়ের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসব শুরু হয়। কুষ্টিয়া শহরের গোপিনাথ জিউর মন্দির কমিটি আয়োজিত রথযাত্রাটি আমলাপাড়া মোড় থেকে শুরু হয়ে বড়বাজার সার্বজনীন পূজা মন্দিরে গিয়ে শেষ হয়। গতকাল বৃহস্পতিবার একইভাবে বড়বাজার সার্বজনীন পূজা মন্দির থেকে রথটি শ্রী শ্রী গোপিনাথ জিউর মন্দিরে নিয়ে আসবেন ভক্তরা। এ সময় রথযাত্রা ও শোভাযাত্রার সাথে ধর্মীয় গান ও হরি নাম সংর্কীতন করতে করতে ভক্তরা আনন্দ প্রকাশ করেন। এ উপলক্ষে কুষ্টিয়া বড়বাজার থেকে শহরের এনএস রোড ধরে বসেছে মেলা।

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মবিশ্বাসীরা।