আসন বাড়ছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের

 

স্টাফ রিপোর্টার: অবশেষে বাড়ানো হচ্ছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের আসন সংখ্যা। মাঠের পূর্ব পাশের গ্যালারির ওপর স্টিল স্ট্রাকচার বসিয়ে পাঁচ হাজার আসন বাড়ানোর কাজ শুরু হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে কাজ শেষ হলে প্রায় ২০ হাজারের বেশি দর্শক গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক, সিলেটে ক্রিকেট কিংবা ফুটবল মানেই গ্যালারি ভর্তি দর্শক। ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের আন্তর্জাতিক কোনো ম্যাচ না হওয়ায়, স্টেডিয়াম নির্মাণের পর ২০১৩ সালের ডিসেম্বরে বিজয় দিবস টি-টোয়েন্টি দেখতে দর্শকের ঢল নামে। সাকিব, তামিম, মুশফিকদের খেলা দেখতে গ্যালারি ছাড়িয়ে পাশের টিলাও ভরে যায় দর্শকে। সেই টুর্নামেন্টের জনপ্রিয়তা দেখেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রতিশ্রুতি দেন গ্যালারি সম্প্রসারণের।

সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে স্টেডিয়ামে। মাঠের পূর্ব পাশের গ্যালারিতে শুরু হয়েছে আসন বাড়ানোর কাজ। এরই মধ্যে পিলারসহ বেশ কিছু কাজ এগিয়েছে। স্টিল স্ট্রাকচার বসিয়ে গ্যালারিতে বসানো হবে পাঁচ হাজার চেয়ার। বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নতুন পর্যায়ে গ্যালারির যে এক্সটেনশন হচ্ছে- আমরা ধারণা করছি প্রায় সাড়ে চার হাজার আসন বৃদ্ধি পাবে। সব মিলিয়ে প্রায় ১৭ থেকে সাড়ে ১৭ কোটি টাকার কাজ এই মুহূর্তে হচ্ছে। আসন বাড়ানোর খবরে দারুণ খুশি সিলেটের ক্রিকেট পাগল দর্শকরা। সেই সাথে এ মাঠে আন্তর্জাতিক খেলা আয়োজনেরও দাবি জানান তারা।

মাঠের গ্রিন গ্যালারিতে বর্তমানে তেমন লোক বসতে পারে না। তবে এ গ্যালারিতেও আরো দু হাজার আসন বাড়ানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিসিবি।