মেহেরপুর অফিস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। দেশে জঙ্গিবাদের মতো জঘন্য কাজ করাচ্ছে তারা। আমরা জঙ্গিবাদে ভয় পায়না। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মেহেরপুর জেলা পরিষদ হলরুমে জেলা মহিলা আওয়ামী লীগের সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন। মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম তহমিনা আবেদীনের সভাপতিত্বে মাহমুদা বেগম আরও বলেন, জঙ্গিবাদ ঠেকাতে মায়ের ভূমিকা কম নয়। আপনার ছেলে কোথায় যাচ্ছে তা আপনাকে দেখতে হবে। আপনাকে খোঁজ নিতে হবে। শুধু আপনার সন্তানকে নয়। পাশের বাড়ির সন্তানটিরও খোঁজ নিতে হবে। প্রয়োজনে আপনাকে স্টার জলসা ও জি-বাংলার মতো ভারতীয় টিভি চ্যানেল কম দেখতে হবে। তিনি স্থানীয় মহিলা আওয়ামী লীগের তহবিল গঠনসহ প্রতিমাসে কমপক্ষে একটি মিটিং করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী ও জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন। উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. মিনা পাল, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুফিয়া আক্তার জামিলা, সাধারণ সম্পাদক সামছুন্নাহার ঝুমা, গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নূর জাহান বেগম, সাধারণ সম্পাদক গুলশান আরা, মুজিবনগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনু আরা, সাধারণ সম্পাদক মিলি আরা, মেহেরপুর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা মান্নান প্রমুখ।
এর আগে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম সাংগঠনিক কাজে মেহেরপুর আসেন এবং মুজিবনগর পরিদর্শন শেষে মহিলা আওয়ামী লীগের সভায় যোগ দেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।