মেহেরপুর অফিস: জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজখবর নিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের পত্নী সৈয়দা মোনলিসা ইসলাম ও জেলা প্রশাসক পরিমল সিংহের স্ত্রী স্মৃতি রাণী সিনহা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে তারা যান মেহেরপুর সরকারি মহিলা কলেজে। সেখানে ছাত্রীদের পড়ালেখা খোঁজখবর নেয়ার পাশপাশি তাদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও কলেজ হোস্টেলের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। পরে মেহেরপুর সরকারি কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ওরিয়েন্টশন ক্লাসে যোগদান করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান, কলেজের উপাধ্যক্ষ একেএম সোলায়মান আলী, সহকারী অধ্যাপক আসাফ উদ-দৌলা, প্রভাষক আব্দুর রাজ্জাক প্রমুখ।