কুষ্টিয়ায় অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরির কাজ শুরু

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

গুলশানের হলি আর্টিসান বেকারিতে হামলাকারীরা বেসরকারি ইউনির্ভাসিটির শিক্ষার্থী ও কয়েক মাস ধরে তাদের নিখোঁজ থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর এই উদ্যোগ নেয়া হয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশ, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শিক্ষা অফিস থেকে পৃথকভাবে এই তালিকা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিচিম জানান, কুষ্টিয়ার ৭টি থানায় কোনো নিখোঁজ সংবাদ থাকলে সে ব্যাপারে যাচাই-বাছাই ও অবহিত করতে বলা হয়েছে। তিনি বলেন, ঢাকা থেকে এ ব্যাপারে যে ‘ম্যাসেজ’ দেয়া হয়েছে, তা সকল থানাকে জানানো হয়েছে। কুষ্টিয়ার আব্দুর রাফেত বিশ্বাস কলেজের প্রভাষক রোকনুজ্জামান জানান, শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরিতে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের সহায়তা চাওয়া হয়েছে। সে অনুযায়ী তারা অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরির কাজ শুরু করেছেন। তিনি বলেন, শিক্ষিত যুবকদের এ ধরনের হামলার সাথে সম্পৃক্ততা উদ্বেগজনক। জঙ্গি হামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর জড়িত থাকার বিষয়টি অভিভাবকদের মধ্যেও আতঙ্ক তৈরি করেছে। গুলশানের ঘটনার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।