বৃষ্টিতে পরিত্যক্ত সাকিবের ২০০তম ম্যাচ

 

মাথাভাঙ্গা মনিটর: টি-টোয়েন্টিতেও নতুন এক মাইলফলক স্পর্শ করলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বৃষ্টিতে ভেসে গেছে তার এ মাইলফলকের ম্যাচ। জ্যামাইকা তালাওয়াহসের হয়ে মাইলফলক গড়ার দিনেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃষ্টির কারণে ম্যাচটি নির্ধারিত ২০ ওভারের পরিবর্তে কমিয়ে আনা হয় ১২ ওভারে। সেখানেও সুবিধা করা যায়নি। সাকিবদের ইনিংসে দুই ওভার বাকি থাকতেই আবারো বৃষ্টির হানা! আবহাওয়ার অবস্থা আরো বেগতিক হলে ম্যাচ রেফারি পরিত্যক্ত ঘোষণা করেন। পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয়েছে তাদেরকে। আগে ব্যাট করতে নেমে ১০ ওভারে ১১৬ রান সংগ্রহ করে সাকিবের তালাওয়াহস। ম্যাচে ব্যাট হাতে নামা হয়নি বাংলাদেশের এ অলরাউন্ডারের। তার আগেই ম্যাচের ইতি। এখন পর্যন্ত ১৫টি ভিন্ন ভিন্ন দলের হয়ে ১৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব। বাংলাদেশ জাতীয় দল ছাড়াও অ্যাডিলেড স্ট্রাইকার্স, বাংলাদেশ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ, বার্বাডোজ ট্রাইডেন্টস, ঢাকা গ্লাডিয়েটরস, জ্যামাইকা তালাওয়াস, করাচি কিংস, খুলনা জেলা, খুলনা রয়েল বেঙ্গলস, কোলকাতা নাইট রাইডার্স, লেস্টারশায়ার, মেলবোর্ন রেনেগেডস, প্রাইম ব্যাংক ক্লাব, রংপুর রাইডার্স এবং উস্টারশায়ারের হয়ে টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন সাকিব।