দামুড়হুদা থানা পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযান : গান পাউডার উদ্ধার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে বোমা তৈরির কাজে ব্যবহৃত ৫শ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে উপজেলার বোয়ালমারীর সন্ত্রাসী কাশেমসহ তার বাহিনীর লোকজন। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানার এসআই সুব্রত বাদী হয়ে আসানসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের নামে মামলা দায়ের করেছেন। গত সোমবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার গচিয়ারপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আসানের বাড়িতে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাতে গোপন সংবাদ পেয়ে এলাকার কুখ্যাত সন্ত্রাসী বোয়ালমারী গ্রামের কাশেমসহ তার বাহিনীর ৭/৮ সদস্য দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের গচিয়ারপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আসানের বাড়িতে গোপন বৈঠক করছে। এমন সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক, দামুড়হুদা মডেল থানার এসআই সুব্রত, এএসআই সহিদ, নাটুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নূরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আসানের বাড়িতে অভিযান পরিচালনা করি। সন্ত্রাসিরা আমাদের উপস্থিতি টের পেয়ে ঘরের দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে যায়। আমরা বাড়িতে কাউকে না পেয়ে শেষমেশ আসানের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। এ সময় ওই ঘরের  মধ্যে কোন লোকজন  না থাকলেও ৪টি মোমবাতি জলতে দেখা যায়। ঘর তল্লাশি করে খাটের নিচ থেকে শাদা ও তামাটে রঙের দু ধরণের প্রায় ৫শ গ্রাম পাউডার উদ্ধার করি। তিনি আরও বলেন সন্ত্রাসীরা এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশে ওই বাড়িতে বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছিলো বলে প্রাথমিকভাবে ধারণা  করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশি জাল বিস্তার করা হয়েছে বলেও তিনি জানান।