খবর: (কালীগঞ্জে স্বামী বেঁধে রেখে চুয়াডাঙ্গার বধূকে ধর্ষণ)
শুনতে খারাপ লাগে এসব
শুনতে খারাপ লাগে,
নিজের বধূ জোর জুলুমে
নিচ্ছে ওরা ভাগে।
নেই আমাদের চলার জা’গা
বলার জাগা
আছে কেবল নিজের দু’ কান
মনার জা’গা।
তাই করছি তাই
ওদের জ্বালায়
সবাই পালায়
আমরা কোথায় যায়
নাইরে উপায় নাই!
-আহাদ আলী মোল্লা