কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর পৌরসভার উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ সভার আয়োজন করা হয়। পৌর ভবনে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদ। প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আনোয়ারুল ইসলাম সেন্টু, সোহেল আল মামুন, কামাল হোসেন, হোসনে আরা, পৌর নির্বাহী কর্মকর্তা অহিন্দ্রনাথ বিশ্বাস, সাংবাদিক খায়রুল হোসেন সাথী, আওয়ামী লীগ নেতা ফারজেল হোসেন মণ্ডল, কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহক আলী ও সেনিটারী ইন্সপেক্টর মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন পৌর ইপিআই সুপারভাইজার শাহনেওজ আহমেদ। সভায় পৌর মেয়র তার বক্তব্যে বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আমাদের সফল করতেই হবে। এ জন্য যা যা করনীয় পৌরসভার পক্ষ থেকে তা করা হবে। ১৬ জুলাই অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে নির্বিঘ্নে টিকা কেন্দ্রে আসতে পারে সে দিকে স্বেচ্ছাসেবক ও দায়িত্বশীলদের নজর রাখার আহ্বান জানান। অ্যাডভোকেসি সভা পরিচালনা করেন পৌরসভার উচ্চমান সহকারী সেকেন্দার আলী।