আলমডাঙ্গার হারদী এমএস জোহা কলেজের ২০১৬ সালের একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদী এমএস জোহা কলেজের ২০১৬ সালের একাদশ শ্রেণির ক্লাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে এমএস জোহা কলেজের অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জোহা ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। এ সময় তিনি বলেন, দাতা পরিবারের সহযোগিতা নিয়ে আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হারদীকে শিক্ষানগরীতে পরিণত করতে চলেছি। ইতোমধ্যে হারদী এমএস জোহা কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স চালু করেছি, এখানে স্বতন্ত্র কৃষি কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউট, বিএম কলেজ, মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও মীর সামসদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় ও নার্গিস ইসলাম মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে এলাকার এমনকি দূর-দূরান্তের কয়েক হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষা ও কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এলাকার স্ব স্ব শিক্ষার্থী নিজ বাড়িতে অবস্থান করে উচ্চ শিক্ষা ও বিশেষায়িত শিক্ষা নিয়ে স্বাবলম্বী হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমএস জোহা কলেজের উপাধ্যক্ষ নিয়ামত আলী, নার্গিস ইসলাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার খান, কৃষি কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম, ম্যানিজিং কমিটির সদস্য মহর আলী ও মজিবর রহমান। প্রভাষক একে এম ফারুকের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক রোকনুজ্জামান ও প্রভাষক রবিউল ইসলাম। এছাড়াও ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে এমএস জোহা কলেজের সকল বিভাগের শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।

এরপর জোহা ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে  এমএস জোহা বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ (বিএম) শ্রেণির ক্লাস উদ্বোধন করেন।